হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম
কয়েকদিনের লাগাতার বর্ষণে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আওয়াতধীন ৯টি ওয়ার্ডে বেশ কয়েকটি সড়কের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে করে এলাকার জনগনের দূ্ভোর্গ চরম আকার ধারন করেছে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে লোকজনের সাথে কথা বলে জানা যায়,এলাকার গ্রামীন সড়কগুলো ও প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় পৌর সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বন্যার পানি নেমে যাওয়ায় সড়কগুলো চলাচল অনুপযোগী হয়েছে।এদিকে পৌরসভার রাজ চন্দ্র সড়ক,আবুল কালাম সড়ক, সিদ্দিক আহমেদ সড়ক,মীর সড়ক,ফটিকা সনাতন পল্লী সড়ক,চন্দ্রপুর সড়ক,আবদুল লতিফ সড়ক,শাহজালাল পাড়া সড়ক,আবদুল মজিদ সড়ক, মোহাম্মদপুর সড়কে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পৌর সহায়ক সদস্য হাজী মে:রফিকুল হাসান জানান, আমার ২নং ওয়ার্ড প্রধান সড়কসহ ৩টি সড়কের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক গুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ সৃস্টি হয়েছে। এ সড়কগুলো সংস্কারে জন্য ইতিমধ্যে পৌর প্রশাসককে অবগত করা হয়েছে।
পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন জানান, বন্যায় পৌরসভার অধীনে বেশ কয়কেটি সড়ক অবকাঠামো নষ্ট হয়েছে। এই সড়কগুলে পুনর্বাসন করতে প্রায় ১০কোটি টাকার অধিক প্রয়োজন হবে।
এবিষয়ে পৌর প্রশাসক ও সহ:কমিশনার (ভুমি) আবু রায়হান জানান, ক্ষতি গ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেছি।সাময়িক ভাবে জনগনের চলাচল যাতে বিঘ্ন সৃস্টি না হয় চলাচল উপযোগী করা হচ্ছে ।প্রয়োজনীয় বরাদ্দ পেলে পুণবাসন করছি করা হবে।
বার্তা প্রেরক
সুমন পল্লব
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
০১৮২৫-১০৫৮৯৫