আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভাস্থ কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ডিম ও পিয়াজের দোকানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পৌরসভাস্থ কাঁচাবাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। ডিম ও পিয়াজের দোকানের মালিক অজিত দাশ, মোঃ হোসেন, লিটন পালি, ফিরোজ খান, জাহাঙ্গীর চৌধুরি, নূর আলম, সুমন দাশ ও মোঃ আজম সহ আট দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ধারায় এক হাজার টাকা করে মোট ৮হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সীতাকুণ্ডের সকল দোকানীকে মূল্য তালিকা লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একে এম রফিকুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে পৌরসভাস্থ কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় আট টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের কথা চিন্তা করে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর সংকর প্রসাদ বিশ্বাস, সীতাকুণ্ড থানার এসআই এস এম রবিউল আমিন, কাঁচাবাজার কমিটির সাধারণ সম্পাদক সুনিল দাশ সহ প্রমুখ।