কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ!
মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজারঃ-
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি পৌর ভবণে পৌঁছান। এসময় মেয়র মুজিবুর রহমান বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাছিমা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার নাগরিক সেবার মান ও চলমান উন্নয়ন কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। পরে পৌরসভা কার্যালয় পরিদর্শন করায় বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।