মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি//
এসআই (নিঃ) মোঃ নূর আলম সিদ্দিক, চিরিরবন্দর থানা, দিনাজপুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ র্যাবের সহায়তায় মানিকগঞ্জ সদর থানার মামলা নং-১৭(৯)১৫, জিআর নং-৩৫৬/১৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন (৩৪), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-সনকৈড় (ডাক্তারপাড়া), ।থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে ইং-২৫/০৮/২০২৩ তারিখ রাত্রি ০১.৩০ ঘটিকার সময় ঢাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-০৮(৯)১৫, দায়রা নং-৮১০/১৬, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড সংক্রান্তে অপর একটি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।
অপর একটি অভিযানে এসআই(নিঃ) মোঃ নূর আলম সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ আলাল হোসাইন ও ফোর্সসহ ২৫/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় চিরিরবন্দর থানাধীন আলোকডিহি, ঘাটেরপাড় এলাকা হইতে মোকদ্দমা নং- ১৮/২২ (পারিঃ ডিং) এর ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আঃ রহিম, পিতা-মোঃ আমির উদ্দীন, সাং-গছাহার, থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। অন্যান্য অভিযান অব্যাহত আছে।
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি