মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা।
বটিয়াঘাটার জলমা ইউপির চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রম সংলগ্ন দারোগা বাড়িতে ছিনতাই করা কালীন সময়ে ছিনতাইকারী কে হাতেনাতে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চক্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী রাণী সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ থাকায় প্রতিদিন বাড়ি থেকে একটি রিজার্ভ ভ্যান যোগে বিদ্যালয়ে যাওয়া আসা করতো । তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিদ্যালয় থেকে ভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন এসময় খুলনা-চালনা মহাসড়ক থেকে বাড়িতে ঢুকতে গেলে অজ্ঞাত নামা যুবক পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথার পিছনে ও সামনে আঘাত করে, মৌসুমির কাছে থাকা ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে ইজিবাইক যোগে বটিয়াঘাটা বাজারে পালিয়ে আসে । উক্ত ছিনতাইকারী যুবকের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে একপর্যায়ে জনতা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে । এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত হাতুড়ি ও ভ্যান পুলিশ জব্দ করেছে । অপরদিকে স্থানীয় লোকজন সহকারী শিক্ষিকা মৌসুমীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ছিনতাইকারী সোনাডাঙ্গা থানা এলাকার আজিজুল ইসলাম (২৫) বলে জানা যায়। এবিষয়ে মৌসুমির ভাই শিপলু বাদী হয়ে ৩ জনকে আসামি করে বটিয়াঘাটা থানার মামলা দায়ের করেন। যার নং ১৬। তারিখ ২৫/০৮/২০২৩ ইং।