মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সলিমপুর ইউনিয়ন আঃলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে করিম চৌধুরী নিউটন এর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সদস্য আলহাজ্ব এ কে এম জাফর উল্ল্যাহ, মোঃ আজম খান, সদস্য উপজেলা আওয়ামীলীগ, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজী, মুক্তিযোদ্ধা মাখন লাল নাথ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিনহাজুল আবেদীন বিজয়সহ আঃলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস এম আল মামুন বলেন, আজকে শোক দিবস পালনে করা মানে বঙ্গবন্ধুর জন্য বেদনার অশ্রুপাত নয়। তিনি সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করে তুলতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে। দীর্ঘ দিন পড়ে হলেও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবার জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার সাধনায় আত্মনিয়োগ করতে হবে। জাতীয় শোক দিবসকে শোক প্রকাশের দিন বলে বিবেচনা না করে অঙ্গীকারের দিন বলে বিবেচনা করতে হবে। সে অঙ্গীকার হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। আসুন আমরা সেই মহৎ উদ্দেশ্যে নিজেদের নিবেদিত করি।