বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবার বর্গের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার ৭নং ওয়ার্ডস্থ মিরেরহাট বাজার প্রাঙ্গণে ১নং সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সাবেক সহ- সভাপতি ও শাহাদাত বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এনামুল হক নশার সভাপতিত্বে ও ইউপি সদস্য ও শাহাদাত বার্ষিকী পালন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম মামুন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজীজ, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রবিউল হোসেন রবি, উপজেলা আওয়ামীলীগের সদস্য মীর আজিজুর রহমান চৌধুরী জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃসোহেল, বাঁশবাড়িয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সৈয়দপুর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার নাথ, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শায়েস্তা খান, ইউনিয়ন যুবলীগের যুব ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নিজামী, সৈয়দপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্তর বাদশা, সৈয়দপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরের ছাপাসহ আঃলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।