সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০১ জন মাদক ব্যবসায়ী, জিআর-সিআর পরোয়ানাভুক্ত মোট ০৫ জন আসামী এবং নিয়মিত মামলার ০২ জন আসামী সহ ০৮ জন আসামীকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।
২৭আগস্ট রবিবার দিবাগত রাত ও ২৮আগস্ট সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. অলি আহম্মদ(৩১), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত ফুলমতি ,স্থায়ী: (গ্রাম-পশ্চিম সিকদার পাড়া (নূর আহম্মদের বাড়ী), ০৫নং ওয়ার্ড), থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-২১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৮ আগস্ট, ২০২৩,০২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ২৮, তারিখ-২৮/০৮/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।
এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২৭, তারিখ- ২৭/০৮/২০২৩, ধারা- ৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড এর আসামী ১। মোঃ শহীদুল ইসলাম(৪২), পিতা- শামসুল হক ভান্ডারী, ২। মোঃ সেলিম(৪৫), পিতা- শামসুল হক ভান্ডারী, উভয় সাং- কেওচিয়া নয়াপাড়া, ০৯নং ওয়ার্ড, কেওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।