বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ, স, ম জাওয়াত সুজনের নেতৃত্বে ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গীর হোসেন ফাউন্ডেশন এঁর আয়োজনে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারী পলাতক যে সমস্ত খুনিরা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকরসহ খন্দকার মোসতাকসহ সকল ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে কালো পতাকা নিয়ে নেতাকর্মী সমর্থকেরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। মানববন্ধন শেষে স্বরাষ্ট্র সচিব বরাবরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শামিম মিয়া, , গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া , সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট সঞ্জয় কুমার প্রমুখ। উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী সাবেক এমপি প্রায়াত আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আ,স,ম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করে।