মাগুরা জেলা প্রতিনিধি,মোঃ সাকিব খান,
মাগুরা সদর হাসপাতালের সামনে মোটরসাইকেল ও গোল্ডেন লাইন বাসের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীসহ ১পথভিক্ষুক নিহত।
মাগুরা সদর উপজেলার ১৮ খাদা গ্রামের দৃষ্টি প্রিন্টার্সের মালিক আনোয়ার বিশ্বাস সে ওই গ্রামের ময়না বিশ্বাসের ছেলে আরেকজন রাবেয়া বেগম স্বামী মৃত শামসু সদ্দার, স্থায়ী ঠিকানা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রাম বর্তমানে তারা টিভি ক্লিনিক পাড়ায় বসবাস করতেন। অভিযোগকৃত বাসটি মাগুরা হাইওয়ে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
মাগুরা সদর হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডে তথ্য অনুসন্ধান জানা যায়, অভিযোগ কৃত গোল্ডেন লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রো বাস স্ট্যান্ডের সামনে বিরতি থাকা একটি অ্যাম্বুলেন্সে আঘাত আনে। তাতে মাইক্রো বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়।
মাইক্রোবাসের মালিক শিহাব এ ঘটনার বর্ণনা দেন। শিহাব পাল্লা পূর্ব পাড়া গ্রামের কালাম বিশ্বাসের ছেলে।
মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ সাকিব খান
০১৭৫১০৫৩০৮১