বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কাজের স্বীকৃতি স্বরুপ বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলা ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ জনাব মোঃ জামিল হাসান, বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট/২০২৩ মাসে বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলা ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।
১. রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার : পটুয়াখালী জেলার সুযোগ্য ও দক্ষ পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
২. রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার : জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী।
৩. রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ : জনাব মোঃ জসিম, অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানা, পটুয়াখালী।
৪. রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার : এএসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম, পটুয়াখালী সদর থানা, পটুয়াখালী।
পটুয়াখালী জেলা পুলিশের প্রতিটি সদস্যের পরিশ্রমের ফসল এই পুরস্কর বলে মাননীয় পুলিশ সুপার মনে করেন। তাই পটুয়াখালী জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রতি পুলিশ সুপার মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।