মাগুরা জেলা সাংবাদিক
মোঃ সাকিব খান
মাগুরার শ্রীপুরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নন্দিতা (১০) পঞ্চম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে আমতৈল গ্রামের গোপাল সরকারের মেয়ে। নন্দিতা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির ভিতরে ৪ বোন আড্ডা দিচ্ছিল। আড্ডার এক পর্যায়ে নন্দিতা জানালার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নন্দিতাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বুধবার সকাল ৯ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মিথিলা (১৩) আত্মহত্যা করেছে । সে আমতৈল গ্রামের সিদ্দিক বিশ্বাসের মেয়ে। মিথিলা কাজলী সারাঙ্গদিয়া গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। মিথিলার চাচাতো ভাই স্বাধীন বিশ্বাস ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, মিথিলা সকালে নাস্তা খাওয়ার পরে ঘরে যায়। মিথিলার মা ঘরের দরজা বন্ধ দেখে মিথিলাকে ডাকতে থাকে।কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মিথিলাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা মিথিলাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহনাজ পারভীন মিথিলাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, ২ টি পৃথক ঘটানার ব্যাপারেই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মাগুরা জেলা সাংবাদিক
মোঃ সাকিব খান
০১৭৫১০৫৩০৮১