সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ক্রয়কৃত জমি দখল বুঝিয়ে দিতে ৩০লাখ টাকা চাঁদা দাবিঃমালিককে মিথ্যা মামলা দিয়ে জেলে হাজতে পাঠানোর অভিযোগ!

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

ক্রয়কৃত জমি দখল বুঝিয়ে দিতে ৩০লাখ টাকা চাঁদা দাবিঃ মিথ্যা মামলা দিয়ে মালিককে জেলে হাজতে পাঠানোর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপকূলীয় অঞ্চলের মোহাম্মদ শফিরবিল এলাকায় ক্রয়কৃত জমি দখল বুঝিয়ে না দিয়ে, বিক্রি করা জমি ফের দখলে নিতে তৈয়ব গং এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
এই নিয়ে বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ভুক্তভোগী পরিবার মোহাম্মদ শরীফবিল একটি কক্ষে সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ভুক্তভোগী পরিবার বলেন, জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের পুত্র: বনি আলম ও তার বোনের অংশ ক্রয় করেন মোঃ আমিন ও তৈয়ব গং যার খতিয়ান নং বিএস ১৯৮৮ সৃজিত ৩৯৩৪, ৪৬৯২, ৮৮১৯, ৫৫২৪, ৬৮৬০, নং খতিয়ানের ৪৪৫২, নং দাগের, ৪৮’৭৫ শতক পৈতৃক ও খরিদ সূত্রে প্রাপ্ত জমি ক্রয় করেন।
যদিও এই জমি ভাই বোন নগদ টাকায় বিক্রি করে রেজিঃ বুঝিয়ে দিলে ও পরে দখল ছাড়তে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে এসব টাকা না দেওয়ায় উল্টো ভিত্তিহীন ডাকাতি মামলা দায়ের করেন বনি আলম গং।
যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন,
সাবেক ইউপি ৮ নং ওয়ার্ড মোজাম্মেল হক মোঃ আমিন ও তৈয়ব গং এর বিরুদ্ধে।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা
বাচা মিয়া
হাসান আলী কাশেম ছালামত উল্লাহ সাগর জিয়াউর রহমান বদরুল আলম আজিজ নুরুল আমিন সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিগণ।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান জমির মালিক তৈয়ব গং ও ব্যবসায়ী আমিন সহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেলের বিরুদ্ধে মিথ্যা বনি আলম গং মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করেন যদিও মোজাম্মেল জেল থেকে ছাড়া পেয়েছেন তবে ছাড়া পাইনি আমিন ও নির্দোষ তৈয়ব।
তাদের দাবি নির্দোষ তৈয়ব ও ব্যবসায়ী আমিন কে কোন তদন্ত ছাড়াই ভিত্তিহীন ডাকাতি মামলা দিয়ে হয়রানি করছে।
তৈয়ব একজন আওয়ামী লীগের ত্যাগী নেতা হয়ে ও তার বিরুদ্ধে এহেন ন্যাক্কারজনক আচরণ ক্ষমতাসীন দলের জন্য চরম অবিচার বলে ও মন্তব্য করেছেন এলাকাবাসী।
এসব ভিত্তিহীন মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন মহল।