বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চট্টগ্রামে সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের অফিস কক্ষ হতে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ০২জন!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি,

সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের অফিস কক্ষ হতে চুরি হওয়া ট্যাব, এলইডি টিভি, এলইডি মনিটর, সিসিটিভির ডিভিআর এবং আইপিএস এর ব্যাটারি উদ্ধার ও ০২জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১১/০৯/২০২৩ ইং তারিখ কোতোয়ালি থানাধীন বৌদ্ধ মন্দির লাভ লেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল হতে যথা নিয়মে বিকেল বেলা স্কুল শেষ করে সকল শিক্ষার্থী এবং শিক্ষকেরা বাসায় চলে যায়। পরের দিন ইং ১২/০৯/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ৭ টা ৩০ ঘটিকার সময় স্কুলের নিরাপত্তা কর্মী প্রধান শিক্ষকের অফিস রুম পরিষ্কার করতে গিয়ে দেখতে পান জানালার গ্রিল কাটা এবং অফিসের ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানানো হলে, প্রধান শিক্ষক থানায় এসে দেখতে পান প্রধান শিক্ষকের অফিস কক্ষ হইতে সিঁধ কেটে (জানালার গ্রীল ভেঙ্গে) অজ্ঞাতনামা চোর/ চোরেরা স্কুলের সরকারি মালামাল স্বদেশ ব্যান্ডের ৫৪টি পুরাতন ট্যাব(পাঠদানের কাজে ব্যবহৃত), ০১টি ৪৩ ইঞ্চি এলইডি টিভি, একটি আইপিএস ব্যাটারি, ০১টি এলইডি মনিটর এবং একটি পিতলের ঘন্টা চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকা থানায় লিখিত এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানার মামলা নং ২৭, তারিখ-১৫/০৯/২৩,ধারা-৪৫৭/৩৮ পেনাল কোড, ১৮৬০ রুজু করে তদন্তভার এসআই মোস্তফা কামালের উপর ন্যস্ত করা হয়।

মামলার তদন্তভার গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জনাব মোঃ আরমান হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আসামি আব্দুর রহিম শিপন(২২) কে সনাক্ত করা হয়। সঙ্গীয় অফিসারদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আব্দুর রহিম শিপন ওরফে সুমন (২২) কে গ্রেফতার করা হয় এবং তাহার দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামি মোঃ শাহিন (৩০) দ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামিদের দেখানো মতে তাহাদের হেফাজত হইতে চোরাই যাওয়া মালামালের মধ্যে- ২৭ টি ট্যাব, ০১টি ৪৩ ইঞ্চি টিভি , ০১টি এলইডি মনিটর, ০১টি আইপিএস ব্যাটারি, ০১টি ডিভিআর মেশিন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। চোরাই যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা এবং মামলার তদন্ত অব্যাহত আছে।