রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকা সোলাইমান বাজার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সোলাইমান বাজার ব্রিক ফিল্ড একতা মাঝী সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলাটি মো. রহিমের সঞ্চালনায় কবির আহাম্মদ সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ব্রিক ফিল্ড মাঝী সংগঠনের সভাপতি শেখ সেলিম।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সোলাইমান বাজার প্রাইমারি স্কুল মাঠে ফাইনাল খেলায় নাহেদ একাদশ কে হারিয়ে ফাতেমা একাদশের জয়ী হয়েছে।
উক্ত মাঝী সংগঠনের খেলায় দাতা সদস্যরা হলো- বেলাল মাঝি, মুক্তার মাঝি,আনোয়ার মাঝি,সাইফুল মাঝি,হাশিম মাঝি,রাইফুল মাঝি, জাহাঙ্গীর মাঝি, জসিম মাঝি, বাহার মাঝি, একলাস মাঝি, নুর উদ্দীন মাঝি।রহমান মাঝি,।।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- সাংবাদিক রাশেদুল ইসলাম মো. হাসান জহির মাষ্টার, নিজাম উদ্দিন বাবুল, নুর মাওলা,মো. শামসুদ্দিন, মো.নিজাম প্রমুখ।।