মোঃজাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি// মোবাইলের লোভে দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নের কুসুম্বি এলাকার মোঃ হাসেন আলীর ছেলে নওশাদ হোসেন নয়ন(২৪) এবং জামালপুর জামতলী এলাকার মোঃ মোকারোম হোসেনের ছেলে মোঃ রাশেদ হোসেন (২৩) একই ইউনিয়নের মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ আনোয়ারুল এর গোয়াল ঘরে প্রবেশ করে খেড়ের সাথে কীট নাশক গ্যাসের ট্যাবলেট মিশিয়ে দুটি অবলা জীব( গরু)কে হত্যা করে। তাদের এই অপরাধে গত ২৪ সেপ্টেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় গত বৃহস্পতিবার( ২৮সেপ্টেম্বর)
রাতে প্রধান আসামী নওশাদ হোসেন নয়নকে আটক করে পুলিশ।২৯সেপ্টেম্বর প্রধান আসামী নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় ।অপর দুইজন আসামী রাশেদ ও হাসেন আলী পলাতক রয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৭সেপ্টেম্বর ৯নং আশকরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বারদের উপস্থিতিতে নয়ন ও রাশেদ বিষ (কীটনাশক গ্যাসের ট্যাবলেট) খাইয়ে গরু দুটিকে মারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন ।যার ভিডিও ফুটেজ ধারন করা হয়েছে ।এবং নিম্নে তা দেয়া হলো। তবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে বা সামান্য কিছু প্রাপ্তির লোভে বশীভুত হয়ে কোন অবলা জীবকে হত্যা করা কখনোই উচিত নয় এবং এদেরকেও গুরু দন্ডে দন্ডিত করা উচিত বলে মন্তব্য করেন স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী ।
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি