বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চা দোকানির নামে ব্রীজের নামকরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ অক্টোবর, ২০২৩

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউপির শ্যামগ্রামে যমুনা খালের উপর নির্মিত ব্রীজের নামকরণ করা হয়েছে চা দোকানি দুখন উদাসীর নামে “উদাসী ব্রীজ”। স্থানিয় জন সাধারণ ব্রীজটিকে “উদাসী ব্রীজ” নামেই ডেকে থাকেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত দুই দশক আগে আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম এড. আব্দুল লতিফের সময় নির্মিত হয়েছে ব্রীজটি। অথচ নামকরণ করা হয়েছে খালের ধারে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসা একজন চা বিক্রেতা দোকানি দুখন উদাসীর নামে।

দুখন উদাসীর ছেলে মানিক উদাসী জানান, তার বাবা খালের ধারে চা বিক্রি করতেন। মরহুম লতিফ এমপি তার নিজ গ্রাম ধরাভাঙ্গায় আসা-যাওয়া করার সময় দুখন উদাসী পথ আটকে দাঁড়াতেন। তাকে গাড়ী থেকে জোর করে নামিয়ে চা খাওয়াতেন। একদিন তার বাবা দুখন উদাসী ব্রীজের দাবিতে এমপির গাড়ীর সামনে গিয়ে রাস্তায় গিয়ে শুয়ে পড়েন। পরে এমপির আশ্বাস ও বীজ নির্মানের পর এই ব্রীজটিকে সবাই দুখন উদাসীর ব্রীজ নামে ডাকেন।

স্থানিয় সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল বলেন, খালটির উপর ব্রীজ না থাকায় এই এলাকার মানুষদের সাঁকোর উপর ভরসা করতো হতো। কিন্তু সাঁকো দিয়ে জরুরি মুহুর্তে পারাপার বিপদজনক হয়ে উঠতো। ব্রীজের অভাবে বন্দি হয়ে পড়েছিল কয়েকশত পরিবার।

লতিফ এমপিও নেই দুখন উদাসীও নেই, রয়ে গেছে ব্রীজটি! এখনো লোকমুখে আলোচনা হয় এই ব্রীজটির কাহিনি।