বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

শ্রীপুরে স্ত্রীর অধিকারের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মাগুরা জেলা প্রতিনিধি প্রতিনিধি

প্রথমে মোবাইলে পরিচয়, প্রেম অতপর বিয়ে। কিন্তু স্ত্রীর অধিকারের স্বীকৃতিতে যত তালবাহানা। বাধ্য হয়ে স্ত্রীর অধিকার আদায়ে ১৮ দিন ধরে অবস্থান ওই নারী। সেখানে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে সে। কোন উপায়ান্তু না পেয়ে শেষ পর্যন্ত ধারাস্থ হয়েছে থানা পুলিশের। লিখিত অভিযোগ ও করেছে স্ত্রীর অধিকার ফিরে পেতে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের করন্দি গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুকের মাধ্যমে মাগুরার শ্রীপুর উপজেলার করন্দী গ্রামের যুগদার লস্করের ছেলে কবির হোসেন (২৫) এর সাথে মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামের চুন্নু মোল্লার মেয় শিল্পী রিয়া বেগম (২১) এর পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলে এ প্রেমের সম্পর্ক। সম্পর্কের এক বছরে গড়াতেই কবির হোসেন বিদেশ চলে যাই। সাত মাস আগে দুজনের সম্মতিতে মোবাইলে এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবন্ধ হয়। সবকিছু ঠিকঠাকই চলছি। হঠাৎ কবির হোসেন যোগাযোগ বন্ধ করাই শিল্পী রিয়া বেগম অবস্থান নেই ওই বাড়িতে। দীর্ঘ ১৮ দিন ধরে ওই বাড়িতে অবস্থান করছে সে।

ভুক্তভোগী শিল্পী রিয়া বেগম অভিযোগ করে বলেন, ফোনের মাধ্যমে তার আর আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদেশ যাওয়ার সময় আমার পরিবার থেকে আড়াই লক্ষ টাকাও নিয়েছে। সে আমাকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে। বর্তমানে সে আমার সাথে যোগাযোগ করে না। এখানে আমি এক কাপড়ে ১৮ দিন আছি। গোসল খাওয়া-দাওয়া কোন কিছুরই ঠিক নেই। ওর পরিবারের লোকজন আমাকে হুমকি-ধামকি দিচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এমনকি মেরে ফেলার হুমকি ও দিচ্ছে। ওর ছোট ভাই নাসির আমার কাছে যে কাবিননামা ছিল সেটা কেড়ে নিয়েছে। আমার স্ত্রীর অধিকার ফিরে না দেয়া পর্যন্ত আমি বাড়ি থেকে যাব না।

অভিযুক্ত কবির হোসেনের মা হামিদা বেগম জানান, আমি শুনেছি আমার ছেলে বিয়ে করছে। এখানে আসার পরে আমরা তাকে দেখে শুনে রাখছি। কিন্তু সে যে অভিযোগগুলো দিচ্ছে সব মিথ্যা।

অভিযুক্ত কবির হোসেন মুঠোফোন জানান, সম্পর্ক ছিল, কথা বলতাম, কিন্তু আমার সাথে ওই মেয়ের বিয়ে হয়নি। আমাকে ফাঁসানোর জন্য এগুলো করছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এটা আসলে সিভিল মেটার এ ক্ষেত্রে আমাদের কোন করনীয় নেই।

মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ সাকিব খান
০১৭৫১০৫৩০৮১