পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় আগামী ১৬ অক্টোবর সোমবার থেকে ২৬ অক্টোবর প্রতি বারের ন্যায় এবারও ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরিফ বড় মিঞা মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ¦ শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে সাজ্জাদানশীন, সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। প্রতিদিন বাদে মাগরিব হতে শুরু হওয়া এই কনফারেন্সে দেশ বরণ্য আলেমগণ ও আন্তর্জাতিক বক্তাগণ তকরির পেশ করবেন।
উক্ত গাউছুল আজম দস্তগীর কনফারেন্স সফল করার জন্য সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মাহফিল প্রস্তুতি কমিটির আহŸায়ক বদিউল আলম ও সদস্য সচিব আমান উল্লাহ্ আমিরী সকলের প্রতি আহŸান জানিয়েছেন।