ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান ১৬ ই অক্টোবর সোমবার ৮ হাজার মিটার জাল ও তিন কেজি মা ইলিশ জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করেন।
আটককৃত জাল জনসমক্ষে সুগন্ধা নদীর কিনারায় পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন আমরা ২৪ ঘন্টা মা ইলিশ রক্ষার জন্য নদীতে অভিযান পরিচালনা করছি।নদীতে এখন খুব কম জেলে দেখা যায়।কিছু নব্য জেলে ইলিশ মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে কিনারায় চলে যায় ।আমাদের দেখে তারা পালিয়ে যায় তাই তাদের ধরতে পারছি না।
আজকে অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে যায় বাজার মূল্য ১লক্ষ ৬০হাজার টাকা।
আমাদের অভিযান অব্যাহত থাকবে।