বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

দুই লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চোলাই মদসহ আটক ১১

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

মাদক মুক্ত দুর্গাপূজার অংশ হিসাবে মাদক বিরোধী অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে চোলাই মদসহ এগারো জনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের বড় কুমিরা মাজার গেইট রোডে গোল্ডেন ইস্পাত মেইলের উত্তর পাশে জুম্মাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচশত ৫০ লিটার চোলাই মদসহ এগারো জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার রাজেন্দ্র কারবারী পাড়ার ক্ষেত্র ত্রিপুরার পুত্র নিত্য ত্রিপুরা (২৫), ওমং পাড়ার (ত্রিপিদ হেডম্যান) কিত্তি ত্রিপুরা পুত্র দ্বীপন ত্রিপুরা (২৯), জামতলী হেডম্যান পাড়ার বাবুনা কুমার ত্রিপুরার পুত্র ঘুম ত্রিপুরা (২০), একই পাড়ার শূন্য কুমার ত্রিপুরার পুত্র জাম রতন ত্রিপুরা (৪৭), বরেন্দ্র ত্রিপুরার পুত্র চেইন ত্রিপুরা (২৬), বঙ্গবন্ধু ত্রিপুরার পুত্র বনেশ্বর ত্রিপুরা (৩৫), দিব্যদাস ত্রিপুরার পুত্র রবি ত্রিপুরা (৫৩), ১নং যৌথ খামার দিঘীনালা এলাকার অভন্ন্য ত্রিপুরার পুত্র সুপিয় ত্রিপুরা (৪২), টাঙ্গাইল জেলার মধুপুর থানার রহিমপুর গারো পাড়া এলাকার আক্তার গারোর পুত্র তন্ময় মাংসাং গারো (৩০), তম্ময় মাংসাং গারোর স্ত্রী জুনাত্রি মুড়ং (২৬), রাঙামাটি জেলার কতোয়ালী থানার বনরুপা চক্রপাড়ার শান্তিময় চাকমার স্ত্রী সুয়াদেবি চাকমা (৫০)। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধরা ৩৬(১),সারণির ২৪(গ)/৪১ একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, মাদক মুক্ত দুর্গাপূজার অংশ হিসাবে মাদক বিরোধী অভিযানে বড় কুমিরা মাজার গেইট রোডে গোল্ডেন ইস্পাত মেইলের উত্তর পাশে জুম্মাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচশত ৫০ লিটার চোলাই মদসহ এগারো জনকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পচাত্তর হাজার টাকা। আসামীদের মাদকদ্রব্য মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।