মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ
যশোর বেনাপোলে ২৩৪ গ্রাম ওজনের ২টি সোনার বার, সহ ১২ লাখ ৫৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা।
আটককৃত আসামি- মোঃ ইয়ামিন হোসেন (২৫) সে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট মোঃ বাদশাহ মল্লিক এর ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি ) এর অধিনায়ক জানান, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে প্রতিনিয়ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার ( ৩০ অক্টোবর ) রাত ১১.টার দিকে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময়, তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্যরা তাকে ও তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করা হয়।
পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত লোকের মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ২ টি’র সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম যার বর্তমান মূল্য ২৩ লক্ষ ৪০ হাজার টাকা।
জব্দকৃত স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ৩৭,১৬,০০০/- ( সাঁয়ত্রিশ লক্ষ ষোল হাজার ) টাকা।
আটককৃত আসামী ও জব্দকৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১