আবদুল মামুন,সীতাকুণ্ড
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশক্রমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম এর নেতৃত্বে এক শান্তি র্যালী সীতাকুণ্ড পৌরসদরস্থ উত্তর বাজার পদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আজিজ, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু। বিশেষ বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বাবু বিমল চন্দ্র নাথ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর যুবলীগের জেলা জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এসএম আল নোমান, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি বদিউল আলম জসিমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ।