নিজস্ব প্রতিবেদক,
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন কুটি পায়রাডাঙ্গা গ্রামীণ মোঃ নূরনবী (পিং-মৃত নূরমোহাম্মদ) ও তাহার সঙ্গীয় অন্যান্যদের অপরাধদৃষ্টে দায়েরকৃত জিআর ১১০/১৮ (নাগেশ্বরী), দায়রা নং ৭০/২০২১ (কুড়িগ্রাম, ধারা ১৪৩/৪৪৭//৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩১৩/ ৪২৭/৪৩৬/৫০৬/১১৪ পেনাল কোড, বিচারাধীন (যুগ্ম দায়রা -২য় জজ আদালত) মামলার গ্রেফতারী পরোয়নাযুক্ত ১নং পলাতক ফেরারী আসামী উক্ত নূরনবী, সে এলাকার অনেক লোকের কাছ থেকে মমলার তদবীর, চাকুরী দেওয়া” সহ নানা অভিনব অজুহাতে এযাবৎ ন্যূনতম অনুমান ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে অত্মগোপন করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। স্হানীয় পর্যায়ে সে পরপর দুবার গণধোলাই খেয়েছে। উল্টোভাবে ইতোপূর্বে কতিপয় মানবাধিকার কর্মী সহ নিরীহ লোকজনকে (হাফিজুর রহমন বাবু মোবা:- ০১৭১৮৮৩৭২৮৫/ ভাই বকুল ০১৭১৭৬৭৭৬৬২) গং সিআর ৮০/ ২০১৯ (ঢাকা) ও অন্যান্য মিথ্যে মামলায় জড়িয়ে ফিল্মী ষ্টাইলে হয়রানী করেছে। উক্ত বাবু টেনশনের ফলে রোগাক্রান্তে শয্যাশায়ী। উক্ত নূরনবী ধুর্ত, টাউট ও ফন্দীবাজ, স্থানীয় লোক জন তাকে মস্তবড় দেওয়ানী, গুডু,, নারীখোর,ভন্ড, টাউট প্রভৃতি বিশেষণে চিনে। এতদ্ভিন্ন, উক্ত নূরনবী ( মোবা- ০১৩০৮৬২৮৩ ৬২ এবং “মো; সোহানবাবু” নামে ফেইজবুক আই ডি ব্যবহার করে। “সজীব ওয়াজেদ জয় পরিষদ” ঢাকা-এর কর্মী এবং নাম পাল্টিয়ে MD. Nabi Mia NPS (National press society)-এর কর্মী এবং মনিবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা এর মোঃ নবী মিয়া” সভাপতি, কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা, পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারণার দৃশ্যপট অহরহ প্রকাশ করছে ও বিভিন্ন স্থানে (কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, কুড়িগ্রাম) হঠাৎ করে চক্রাকারে ঘুরাফিরার মাধ্যমে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে, চাঁদাদাবী করছে ও নগদটাকা হাতিয়ে নিচ্ছে। সে দক্ষিণ কেরানীগঞ্জ (ঢাকা) এলাকায় থাকা মোঃ রাশেদ (লক্ষ্মীপুর) এর ভাড়া বাসা পার্শথেকে একটি অটোরিকশা ও নগদ ১০হাজার টাকা চুরি করে পালিয়েছে। তাহার এহেন আচরণে জনগণ তটস্থ। সে রিক্সা চালানোর পেশা নিয়ে ২০১৩ সালে জিনজিরায় (ঢাকা) আসে। তাহার আদৌ কোনও শিক্ষাগত সনদপত্র নাই, তাই এলকাবাসী জানতে চায়, এহেন অপরাধী কার আশ্রয়ে থাকে..??
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি