ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের ষ্টেশন রোড নিবাসী করোনা কালিন করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে ফ্রী ২৪ ঘন্টা অক্সিজেন সেবা ও রক্ত যোদ্ধা শ্রী রবিন দাস( ৩০)সোমবার রাতে নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সকালে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।
রবিন দাস পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত রাদের শাম এর বড় ছেলে।
এলাকাবাসী জানিয়েছে নিহত রবিন দাস বাসায় ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতেন।
রবিন দাসের মা গত২৬ শে নভেম্বর রবিবার এক আত্মীয়র বিবাহ অনুষ্ঠানে চলে গেছেন। বাসায় ছোট ভাই রনি দাস শীল কে নিয়ে রাতে ছিলেন।
রবিন দাস আকড়াবাড়ী মার্কেটে আই ফ্যাশন দোকানের মালিক।
এলাকা বাসী জানিয়েছে রবিন দাস মানুষের বিপদে সব সময় ঝাপিয়ে পড়তো।তার কোন শত্রু নেই খুব ভাল ছেলে।রবিনদাসের কাছে এলাকার কিছু সুদ ব্যাবসায়ীরা টাকা পেত ।হয়তো সুদের টাকার চাপের জন্যে আত্মহত্যা করতে পারে ।এছাড়া অন্য কোন কারন দেখি না।রবিনদাসের মতো একটি ভালো ছেলে আমাদের এলাকায় আর নেই।রবিন দাসের মৃত্যুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।