মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ যাচাই-বাছাই নির্বাচন অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মহিলা সংরক্ষিত আসনে ২ মনোনয়ন পত্র জমা দেন। শিক্ষক প্রতিনিধি পুরুষ ৩ জন মনোনয়ন পত্র জমা দেন। শিক্ষক প্রতিনিধি মহিলা ১ জন মনোনয়ন পত্র জমা দেন। দাতা সদস্যে ১ জন মনোনয়ন পত্র জমা দেন। রবিবারে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। অভিভাবক সদস্য মাধ্যমিক শাখায় ২ জন ও প্রাথমিক শাখায় ২ জন ও সংরক্ষিত নারী আসনে ১ মনোনয়ন প্রত্যাহার করেন। যে কারনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হয়েছে। অভিভাবক সদস্য আনোয়ার হোসেন মোল্যা ও সানা আব্দুল মান্নান মাধ্যমিক শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। মাসুদ রানা ও গৌতম কুমার প্রাথমিক শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে আসমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমা শামীমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। শিক্ষক প্রতিনিধি পুরুষ বিপ্লব কুমার, তাজমিনুর রহমান, হাফিজুর রহমানের মধ্যে নির্বাচন হবে বলে জানা গেছে। একটি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। যারা নির্বাচন থেকে সরে যেয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন, এস এম সামাদুজ্জামান, গৌতম( ২ নং) আল মামুন, মোহাম্মদ নাজমুল হোসাইন, পলি আক্তার। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
এ বিষয়টি নিয়ে অভিভাবক সদস্য আনোয়ার হোসেন মোল্যার সাথে কথা হলে তিনি বলেন, আমি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যে মনোনয়ন পত্র দাখিল করেছি।আজ যাচাই-বাছাই প্রত্যাহারের শেষ দিন ছিল । আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যাহার করায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। স্কুলের উন্নয়ন সার্বিক সহযোগিতা করব। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার শহিদুল ইসলাম বলেন, মাধ্যমিক শাখায় দুইজন প্রাথমিক শাখায় দুইজন, সংরক্ষিত মহিলা আসনে একজন। শিক্ষক প্রতিনিধি মহিলা একজন, দাতা সদস্য একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থীরা প্রত্যাহার করায় তারা নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি পুরুষ শাখায় তিনজন মনোনয়নপত্র কিনেছেন। যে কারণে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা আছে ।