মানুষ আসলেই পূর্ণ নয়–সুলতানা রহমান হেনা”
শুন্যতা আমার প্রাপ্য নয়,
তাইবলে অবজ্ঞারও পাত্র নয়।পূর্ণতা আমার আকাঙ্খাও নয়!
জানি মানুষ কখনও পূর্ণ হয়না।
সীমাহীন চাহিদার এক জলন্ত উদাহারণ। মাটি থেকে আকাশ পর্যন্ত চায়, বিধাতা দিয়েছেন
পৃথিবী, অথচ মানুষ চাঁদও চায়!
কল্পনার চেয়েও ভয়ঙ্কর চাওয়া
একটা গ্রহে এরা খুশি নয়! এরা
মঙ্গল গ্রহ চায়, বিশুদ্ধ বালিশে মাথা রেখে পরোকিয়া চায়। বৈধ সন্তানের আড়ালে জারোজের জন্ম হয়,তারপর বলবে মানুষ পূর্ণ নয়! ভারসাম্যহীন হয়েও আকাশে তুলোর পেজার মত ভাসতে চায়,স্বণ পেলে ডায়মন্ড চায় চাওয়ার কোন শেষ নেই বলেই মানুষ হাত বাড়ানোর পরিবর্তে হাত পাততে চায় আসলে মানুষ কোনদিন তৃপ্তি চায়।
মানুষ আসলেই পূর্ণ নয়
সুলতানা রহমান হেনা