মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বাঘড়া ইউনিয়ন পরিষদে বাস্তবায়িত প্রকল্প ২০২১-২০২২-২০২৩ অর্থ বছর প্রকল্প

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

মোঃতারিকুল ইসলাম

২০২১-২০২২-২০২৩ অর্থ বছর প্রকল্প বাঘড়া ইউনিয়ন পরিষদ শ্রীনগর মুন্সিগঞ্জ

ভুমি হস্তান্তর কর (১%) বাঘড়া ইউনিয়ন পরিষদের
২০২১-২০২২-২০২৩ অর্থ বছর প্রকল্প জন্য স্টিলের আলমিরা, চেয়ার,টেবিল ও ফ্যান ক্রয়।
পরিষদের নাম ফলক টাইলস করন ও বিদ্যুৎ মেরামত। আক্তারের বাড়ীর পাকা রাস্তা হয়ে আবেদআলীর বাড়ী পযন্ত ইট সলিং শহীদের বাড়ী হতে দেলোয়ারের বাড়ী পযন্ত রাস্তার পাশে গার্ড ওয়াল নির্মান,পূর্ব বাঘড়া পাকা রাস্তা হতে উরজতের বাড়ী পযন্ত আর,সি,সি করন। বোরহান মীরের বাড়ী সংলগ্ন খালের উপর কালভার্ট নির্মান। মুসল্লীকান্দা ইউনুছ মৃধার বাড়ী সংলগ্ন দেয়াল,কলম স্লাব দ্বারা সেতু নির্মান। কাসেম বেপারীর বাড়ি হতে সোনাই মাদবরের বাড়ী পযন্ত রাস্তা আর সি,সি,করন। বাঘড়া ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের মসজিদ, মন্দির ও গুরুত্বপূর্ণ রাস্তায় সি,সি ক্যামেরা স্থাপন। বাঘড়া ৩নং প্রার্থমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য ছাউনি নির্মান। ছত্রভোগ প্রাঃ বিদ্যালয়ে টয়লেট পানির ট্যাংক নির্মান,কাসেম আলীর বাড়ির সামনে পানি নিষ্কাশনের জন্য মাটি ভারাট টাঙ্কি নির্মান পাইপ স্থাপন।ডেঙ্গু বাহিত এডিস মশা রোধে স্প্রে মেশিন ও ঔষধ ক্রয় পূর্ব বাঘড়া মোহাম্মদীয়া জামে মসজিদ উন্নয়ন সহয়তা।ছত্রভোগের জামে মসজিদে উন্নয়ন সহয়তা। কাবিটা প্রকল্প। শাহানাজ মেম্বারের বাড়ী হতে আজাহারের বাড়ি পযন্ত মাটির রাস্তা সংস্কার।ছত্রভোগ খান বাড়ী জামে মসজিদ হতে ফরহাদ খানের বাড়ী পযন্ত রাস্তা মাটি ভরাট। কাবিখা প্রকল্প। শুকুর মোরলের বাড়ী হতে খালেক শিকদারের বাড়ী পযন্ত রাস্তা মাটি দ্বারা সংস্কার।পূর্ব বাঘড়া সাবু বেপারীর বাড়ী হতে ইউছুব বেপারীর বাড়ী পযন্ত মাটি দ্বারা রাস্তা সংস্কার।দেলোয়ারের বাড়ি হতে আলমাছের বাড়ী পযন্ত রাস্তা মাটি দ্বারা সংস্কার।ভুমি হস্তান্তর কর (১%) শাহাবুদ্দিন খান স্যারের বাড়ি হতে মাঘডাল জামে মসজিদ পযন্ত আর সি,সি করন চলমান,কাদিরের দোকান হতে জাহানাবাদ সরকারী পাঃ বিদ্যালয় পযন্ত আর,সি,সি,করন চলমান। রহমবলীর বাড়ী হতে রন্জিতের বাড়ী পযন্ত মাটি ভরাট পরেশ মন্ডলের বাড়ী হতে ক্ষেত্র দাসের বাড়ী পযন্ত মাটি ভরাট সিরাজের বাড়ী হতে মোছা গাজীর বাড়ী পযন্ত মাটি ভারাট ইট সলিং। সারজাহানের বাড়ী হতে সালাম খানের বাড়ী পযন্ত আর, সি,সি করন। বাবুল শেখের বাড়ী হতে জামাল খানের বাড়ী পযন্ত আর,সি,সি,করন।মুসুল্লি কান্দা ব্রীজ হতে জাহানাবাদ পযন্ত আর সি,সি করন। পরেশ মন্ডলের বাড়ি হতে অনিলের বাড়ী পযন্ত ইট সলিং ১-৯ ওয়ার্ডে ১৩ টি আর্সেনিক মুক্ত নলকুপ স্থাপন পূর্ব বাঘড়া আয়নালের বাড়ি হতে হাসেম হাওলাদারের বাড়ী পযন্ত ইট সলিং। গোবিন্দ কেরানীর বাড়ীর সামনে মাটি ভরাট ও গার্ড ওয়াল নির্মান। বাঘড়া ইউনিয়ন পরিষদে বৈদ্যুতিক লাইন সংস্কার ও ইন্টারকম স্থাপন।নাছিরের বাড়ী হতে বজলু মুন্সীর বাড়ী পযন্ত আর সি সি করন।সাইদ গাছীর বাড়ী হতে আলাউদ্দিন শেখের দোকান অভিমূখে আর সি,সি করন। মজিবর উকিলের বাড়ী হতে ওসমান ফকিরের বাড়ী পযন্ত আর সিসি করন বালুরচক সরকারী প্রাঃ বিদ্যালয়ে লো হাই ব্রেন্চ সরবরাহ। কাঠালবাড়ী গাবতলা হতে ইউনুছের বাড়ী পযন্ত ইট সলিং। পূর্ব বাঘড়া ঢাকা দোহার রোড হতে ছবদের মাদবর বাড়ী পযন্ত আর সি,সি করন। হারুন খানের বাড়ী হতে হাবুল শেখের বাড়ী পযন্ত মাটি ভরাট পঃ বাঘড়া ফকির বাড়ী জামে মসজিদ উন্নয়ন। বরিবর খোলা শের খান জামে মসজিদ নির্মান।জলকদর গাছির বাড়ী হতে জাবেদ আলীর বাড়ি পযন্ত রাস্তা মাটি দ্বারা নির্মাণ। দোহার পাকা রাস্তা হতে হেলাল খানের বাড়ী পযন্ত আর,সি,সি করন,বাঘড়া চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব হতে জাবেদ আলীর বাড়ী ইট সলিং রোদ্রপাড়া পাকা রাস্তা হতে মুনিব বাড়ী পষন্ত ইট সলিং। বাঘড়া আশ্রায়ন প্রকল্পের নিচু জায়গার মাটি ভরাট সহ আরো বেশ কিছু প্রকল্পের কাজ করা হয়েছে।।

আরো কয়েকটি প্রকল্প প্রস্তাবিত আছে যাহা চলতি বছরেই কাজ শুরু হবে।।