সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পাইকগাছায় আমন ধান সংগ্রহের উদ্বোধন ৬২২ মেট্রিকটন লক্ষ্যমাত্রা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় চলতি মৌসুমে ৬২২ মেট্রিকটন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, গুদাম কর্মকর্তা শেখ হাবিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন ও ডিলার বিশ্বনাথ দাশ। উল্লেখ্য বিগত বছরের ন্যায় এবছর ও ৩০ টাকা কেজি দরে ১২’শ টাকা মন হিসেবে আগামী ২৮ ফ্রেব্রুয়ারী পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে।