সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চট্টগ্রামের সাতকানিয়ায় দ্বি-গ্রিনভিশন-২০২৩ মেধা নিরুপনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

দ্বি-গ্রিনভিশন লিমিটেডের উদ্যেগে আশশেফা স্কুল এন্ড কলেজের সার্বিক ততত্বাবধানে দ্বি-গ্রিনভিশন বৃত্তি পরীক্ষা -২০২৩জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

৮ডিসেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে অবস্থিত আশশেফা স্কুল এন্ড কলেজে এ গ্রিনভিশন ২০২৩মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধা নিরুপনী পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশশেফা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা নুরুল হক,ম্যানেজিং ডাইরেক্টর মাস্টার শফিকুর রহমান,ডিপুটি ম্যানেজিং ডাইরেক্টর আজিজুল হক,, অধ্যাপক জাহেদুল ইসলাম, আশশেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নবী চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন,কেরানী হাট প্রগতিশীল ব্যবসায়ী ও সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন প্রমুখ।এছাড়াও আশশেফা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা দ্বি-গ্রিনভিশন মেধা নিরুপণী পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীদেরকে ফুল দিয়ে এবং আশশেফা স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা কর তালিদিয়ে অভিবাদন জানান।উক্ত মেধা নিরুপণী পরীক্ষায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ নেন।
পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন দ্বি-গ্রিনভিশন মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি সামাজিক সংগঠন যদি দ্বি-গ্রিনভিশন এর মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে।

মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।

,প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার আলোকে দ্বি-গ্রিন ভিশন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগেও বিভিন্ন মেধাবীদেরকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়েছে।