মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সীতাকুণ্ডে আলোচিত ইদ্রিস হত্যা মামলার আসামী মানিক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামী কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামী হলেন, সীতাকুণ্ড মডেল থানার মামলা নং ০৯(০৫),০৯ জিআর- ১১৮/০৯ ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর পরোয়ানভুক্ত পলাতক আসামী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকার কামাল আহাম্মদ এর পুত্র মানিক (৪৫)। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জানান, ইদ্রিস হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মানিক কে দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইদ্রিস হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। তিনি আরও জানান, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।