সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া মডেল হাইস্কুলের উদ্যেগে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্কুল হল রুমে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের গভর্ণিং বডির অভিভাবক সদস্য মুহাম্মদ নুরুন্নবী,
শুভেচছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমদ।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
পরিশেষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দেয়ালিকা প্রকাশের মাধ্যমে এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল আলমের মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।