মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মধুপুরে ইন্জিনিয়ার আমিনুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুনামগন্জ ( গারোবাজার) পাবলিক হাইস্কুল মাঠে ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) দুপুরে ইন্জিনিয়ার মো. আমিনুল ইসলাম এর উদ্বোধনে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে আনাস কম্পিউটার ক্রিকেট একাদশ বনাম লায়নস এলিভেন ক্রিকেট একাদশ দল অংশ গ্রহন করেন। উক্ত টুর্নামেন্টে আনাস কম্পিউটার্স ক্রিকেট একাদশকে হারিয়ে লায়নস এলিভেন ক্রিকেট একাদশ দল ৫ উইকেটে বিজয় লাভ করেন। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল -১ ( মধুপুর- ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
পুরস্কার বিতরণের প্রাক্কালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন। এসময় অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম হয়।
সুনামগঞ্জ পাবলিক উচ্চবিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, জেলা সদস্য ড. মীর ফরহাদুল আলম মণি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিষ মারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, মহিষমারা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চাপড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ, আউশনারা যুবলীগের সভাপতি আব্দুস সালাম সেন্টু, সুনামগঞ্জ ( গারোবাজার) পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম। এসময় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নং মহিষমারা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ রুবেল হাসান। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন গারোবাজার শাখার সভাপতি ও মহিষমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে রাত্রে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়