চট্টগ্রাম প্রতিনিধি,
কোতোয়ালি থানাধীন আইস ফ্যক্টরি রোডস্থ সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ০১ জন, চোরাই মালামাল উদ্ধার।
১৯/১২/২০২৩ খ্রি. তারিখ রাত অনুমান ০৯:৩০ ঘটিকা থেকে ২০/১২/২০২৩ খ্রি. তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার মধ্যেবর্তী সময়ে আসামীরা পরস্পর যোগসাজশে বাদীর নগরীর কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট সদাগর এক্সপ্রেস নামীয় প্রতিষ্ঠানের শার্টারের তালা ভেঙ্গে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করতঃ ০৭টি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) এর নির্দেশনা মোতাবেক ও অফিসার ইনচার্জ কোতোয়ালি থানার তত্বাবধানে এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন এর নেতৃত্বে কোতোয়ালি থানার একটি আভিযানিক দল ২৯/১২/২০২৩ খ্রি. চট্টগ্রাম এর কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চুরি যাওয়া মালামাল উদ্ধার করেন এবং ঘটনায় জড়িত রেজওয়ান আহমেদ প্র: হৃদয় (৩২)কে আটক করেন।
উদ্ধারঃ-
ক) ০৩টি বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন।