সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভার সাতকানিয়া ছিটুয়া পাড়ায় অবস্থিত বায়তুশ আখতারিয়া আদর্শ ফাযিল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি সোমবার সকাল ১১টায় মাদ্রাসা অডিটরিয়মে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোজাহরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য নজরুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী,বিশিষ্ট সমাজকর্মী আলী আহমদ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ফরিদুল আলম,অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক আবুল কাশেম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকার জন্য আধুনিক শিক্ষার বিকল্প নেই। সরকার নতুন আধুনিক কারিকূলাম প্রণয়ন করেছেন। এই নতুন কারিকূলাম বাস্তবয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় এই শিক্ষা অপুর্ণ থেকে যাবে বলে জানান।একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,ছাত্র ছাত্রী, এলাকাবাসী ৫টি বিষয় জড়িত। এই ৫টি বিষয় সচেতন হলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণতা পায়।তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক শিক্ষা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে বলে জানান।
শিক্ষার্থীরা নতুন বছরের বই পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যান।
অধ্যক্ষ উপস্থিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।