মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নাছিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটের সময় নিজ ঘরের রুয়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। চরজব্বার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নাছিমা আক্তার উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের স্ত্রী।
তার আগের সংসারে তুহিন নামে ৭ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করতেন। নাছিমা আক্তার এর বাবা আবুল কালাম (৫৮) জানান, আজ অনুমান দুপুর ১টা ১৫ মিনিটের সময় আমার স্ত্রী ফিরোজা খাতুন, আমার মেয়ে নাছিমা আক্তার কে আমার বসত ঘরের পশ্চিম পাশের বারান্দার রুমের চালের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন আমার স্ত্রী ঘরের অন্যান্য লোকজন ডাকিয়া ঘরে থাকা ব্যবহৃত বটি দা দিয়া ওড়না কাটিয়া নিচে নামায়।

চরজব্বার থানার এস আই ওয়াহিদ মুরাদ জানান, নাছিমা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।