মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

অসহায় মানুষের সুখ-দুখে পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ-খবর রাখাই প্রকৃত ধর্ম – এম. নুরুল হুদা চৌধুরী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি,
অসহায় মানুষের সুখ-দুখে পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ-খবর রাখাই প্রকৃত ধর্ম – এম. নুরুল হুদা চৌধুরী
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ!
অদ্য ১৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত সমবেত জনগণের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী বলেন, কনকনে শীতে কাবু জনজীবন। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। ধনীদের উচিত শীতার্ত মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা। মানব কল্যাণে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। তাই এই ফাউন্ডেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আত্মনির্ভরশীল বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক, সমতার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ডা. অসীম দাশ, শিলালিয়া-তাতুয়া-তিশরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, আওয়ামী লীগ নেতা হরে কৃষ্ণ সিকদার, রুপন দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মো: নুরুল কবির চৌধুরী, ওষখাইন-মামুর খাইন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন চৌধুরী, পীরখাইন ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ আলম, আকিব হাসান, তানভীর হোসেন, ইমতিয়াজ উদ্দিন শাহীন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ সম্পাদক ইনজামামুল হক ইজাজ চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাজীব নন্দী, সুমন চৌধুরী, রাজু নন্দী, ইকবাল হোসেন, সজীব মিয়া প্রমুখ।