আবুল হাশেম
রাজশাহী ব্যুরোচীফঃ
রাজশাহীর বাঘা পৌরসভা এলাকায় মিথিলা খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাত্রি আনুমানিক সাড়ে ১১টার দিকে মিথিলার নিজ বাড়ির স্বয়ন কক্ষ হতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
মিথিলা বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর মিলিক বাঘা গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে রাজশাহীর একটি কলেজে পড়াশোনা করতো। মা-বাবা দুজনই বাহিরে থাকে। রাত্রি ১০টার দিকে মিথিলার খালা খাবারের জন্য অনেক ডাকা ডাকি করে কিন্তু ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিলো। প্রতিবেশীরা মাধ্যমে ৯৯৯ কল দিয়ে পুলিশ কে অবগত করে তারা। বাঘা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে মিথিলা ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে রয়েছে। পরে মিথিলার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,মৃত মিথিলার(১৭) বাবা-মা দুজনেই বাড়ীর বাহিরে থাকার কারণে মৃত্যুর সঠিক ঘটনা জানা সম্ভব হয়নি।লাশটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে রামেক হাসপাতালে পাঠান হবে। এবিষয়ে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান।