নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা সরাইগাছি মোড়ের সরাইগাছি-গাঙ্গুরিয়া রোডের রজনীগন্ধা সিনেমা হলে পার্শ্বে অবস্থিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান মা মটরস্ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লেগে প্রতিষ্ঠানটির প্রায় ৫০লক্ষ টাকার যন্ত্রাংশ সহ মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই আগুন নিভে ফেলে। তবে আগুনে সমস্ত মালামাল পুড়েগেছে বলে প্রতিষ্ঠানটির মালিক সরাইগাছি গ্রামের ইসা আলীর ছেলে আল আমিন জানান। তিনি জানান, বিডি গ্রামিনের সহযোগিতায় কয়েক বছর পরিশ্রমের মাধ্যমে তিনি তার এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। কিন্তু আগুন তার সব শেষ করে দিয়েছে। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেননা বলে আকুতি করেন। এ বিষয়ে জানতে চাইলে পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মাসুদ রানা জানান, তাদের ধারনা সর্টসার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। তবে তারা খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে গিয়ে দেখেন আগুন নিভিয়েছেন। কিন্তু ততক্ষনে প্রতিষ্ঠানটির বিভিন্ন যন্ত্রাংশ সহ মালামাল প্রায় পুড়ে গেছে।