বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে প্রাচীন ও ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও এস,এস,সি ২০২৪ইং সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৪ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নতুনদের ফুল দিয়ে বরণ শেষে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহরিয়ার পারভেজ সজল, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজ্জামেল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন মন্ডল, অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক নিরঞ্জন কুমার রায়, মশিউর রহমান প্রমুখ।
জানতে চাইলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মানবিক, বিজ্ঞান ও বানিজ্যি বিভাগে মোট ২০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়।