সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব-১৪৩০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে পৌরশহরে চারুপীঠ একাডেমির কার্যালয়ে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খান, সদস্য সচিব স্বপন মন্ডল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ-সভাপতি স্টিফেন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, চারুপীঠের সভাপতি তাপস মজুমদার, সঙ্গীত শিক্ষক ইন্দ্রজিৎ সাধু, আলামীন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৌদ্ধ নাথ, উপজেলা খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক মানব মন্ডল প্রমূখ।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে ওইদিন ১৪ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হবে। শোভাযাত্রা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের ডালী হাতে নিয়ে গান ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের বরণ করা হবে। এছাড়াও সন্ধ্যার পর শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছরও বসন্ত বরণ উৎসব অনুষ্ঠান উপভোগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামবে। মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে বলে এমনটাই আশা করছেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের নেতৃবৃন্দ।