সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পাইকগাছায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু,স্বাধীনতা ও একুশে মঞ্চের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য (মোঃ রশিদুজ্জামান এর পক্ষে), উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ,আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, বিএনপি ও অঙ্গসংগঠন, শিব্সা সাহিত্যে অঙ্গন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’পাইকগাছা প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন রাজনৈতিকদল,শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে মহান একুশের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,জেলা আ’লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,ইন্সট্রেক্টর ইউআরসি ঈমান উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আলহাজ্ব অহিদুজ্জামান মোড়লসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সমগ্র অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।