সাতকানিয়া (চট্টগ্রাম) থেকে আবদুল আজিজ,
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বাণিজ্যিক শহর কেরানিহাটে অবস্থিত সী ওয়াল্ড রিসোর্ট এ ২২ এ ফেব্রুয়ারি সকাল ৯ঘটিকা হতে বেলা ৪ঘটিকা পর্যন্ত
আল কোরআনুল কারীম ইনস্টিটিউট
কর্তৃক আয়োজিত বার্ষিক দস্তার ফজিলত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন হয়।
হাফেজ ক্বারী শহিদুল মোস্তফা সাহেবের সভাপতিত্বে
সন্চলনায় হাফেজ মাওলানা ক্বারী
আনোয়ারুল হক আল-কোরআনুল কারীম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।
এ অনুষ্ঠানে দস্তার ফজিলত গ্রহণ করেছেন সর্বমোট ৪৪ জন হাফেজ তম্যধ্যে একজন হাফেজা কেরানিহাট মহিলা শাখা বিভাগের হিজাব প্রধান অত্র মহিলা শাখার প্রথম ছাত্রী হাফেজা হিসেবে প্রথম পুরস্কার লাভ করেছেন।
এবং একটি পবিত্র উমরাহ পালনের টিকেট প্রধান করেছেন আয়োজিত অত্র অনুষ্ঠানে।
এ অনুষ্ঠানের মধ্যমনি ও প্রধান আকর্ষণ
হিসেবে সুদূর আফ্রিকা মহাদেশ থেকে
আগত ক্বারী ঈদী সা-বান আফ্রিকী।
প্রধান অতিথি আলহাজ্ব ডাক্তার নুরুল হক সাহেব এমডি আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিঃ।
ডাক্তার খোরশেদ আনোয়ার আশ শেফা হাসপাতাল প্রাঃ লিমিটেড।
বিশেষ অতিথি জনাব মাষ্টার জয়নাল আবেদীন সভাপতি কেরানিহাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ
কেরানিহাটে শাখা আল কোরআনুল কারীম ইনিষ্টিটিউটের কর্ণধার।আলহাজ্ব জনাব মোঃ আবুল বশর।
উপস্থিত মৌলানা দেশ বরেণ্য ওলামায়ে
কেরাম ও মৌলানা মহিউদ্দিন মোজাদ্দেদী।
এওউঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান
জনাব আবু ছালেহ।
১০ নং কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওচমান আলী।ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী
সাতকানিয়া উপজেলা।
কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন।
উপস্থিত জনাব শহর মুল্লুক মোঃ রাশেদ সভাপতি কেরানিহাট নিউ মার্কেট।মোঃ আবছার উদ্দিন সাবেক সহ সভাপতি কেরানিহাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ।
উপস্থিত আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক ও আবদুল আজিজ আল মুমতাজি সহ সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা।
এবং আরো গন্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান সহ পাঁচটি কেটাকরীতে উমরাহ পালনে টিকেট প্রধান করেছেন।দুই টি শ্রেষ্ঠ শিক্ষকের
এবং একটি শ্রেষ্ঠ অভিবাকের
একটি শ্রেষ্ঠ হাফেজা হিসেবে অন্যটি আল-কোরআনুল কারীম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালকের সম্মানীত শিক্ষককে পবিত্র উমরাহ পালনে টিকেট প্রধান করেন।অত্র অনুষ্ঠানে আগত অন্তত ২০০০ হাজার মেহমানদের খাবারের আয়োজন শেষে অত্র অনুষ্ঠানে আগত সম্মানিত দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন মোনাজাত শেষে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন
করা হয়।