সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হায়দারনাশী গ্রামার স্কুলে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোহাম্মদ  এমরানবা,ন্দরবান হতে,মা

লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের আওতাধীন হায়দারনাশী গ্রামার স্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মার্চ) বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুহাম্মদ এমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা জামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য,আব্দু রহিম,০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন,০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, লুৎফুর রহমান, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুফিজ উদ্দীন, হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোঃ শামীম উসমান, সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ ভুঁইয়া, ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদ,শাহাজান, জয় ত্রিপুরাসহ প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ প্রয়োজন। পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

মোস্তফা জামাল বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।

এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেইসাথে শিক্ষার্থীদের অবশ্যই বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি হায়দারনাশী গ্রামার স্কুলে এসে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি। আমি বিদ্যালয়ের সকল শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে ফরিদুল আলম বাবলু বলেন, আমাদের বিদ্যালয় থেকে এইবারে বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। শুধু তাই নয়, নৃত্য প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। আমাদের শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান করে থাকে। আপনারা সকলে দোয়া করবেন।
যাতে আমরা আরো ভালো করতে পারি।