মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পটিয়ার মেহের আঁটিতে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহের আঁটি গ্রামের জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় নিলু আক্তার (২৯) নামে এক গৃহবধূ আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত গৃহবধু ঐ এলাকার শওকত হোসেন চৌধুরীর স্ত্রী। ঘটনাটি ঘটে গত ১১ মার্চ সোমবার বিকেল সাড়ে তিনটায়। আহত নিলু আক্তার কে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

পরে এ ঘটনায় নিলু আক্তার বাদী হয়ে জাফর আহমদ ও আবু সুলতান রানা, তরিকুল ইসলাম, প্রমি আক্তার, নিলুফা ইয়াসমিন এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।

পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানায় যায়, পুর্ব থেকে নিলু আক্তার এর শশুর শেখ আহমদ চৌধুরীর সাথে জাফর আহমদ এর মধ্যে বসতভিটা জায়গা জমি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্ত বিষয় কালারপোল থানার এস আই মাসুদ রানা ১১ মার্চ উভয় পক্ষ কে নোটিশ দেন।
এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে শেখ আহমদ কে বাড়ি এলাকায় একা পেয়ে পথরোধ করে মারধর করতে উদ্যােত হয়।
এসময় তার ছেলে শওকত হোসেন চৌধুরীর স্ত্রী নিলু আক্তার তার মেয়েকে রাস্তায় থেকে আনতে গেলে দেখতে পান তার শশুর কে মারধর করায় চেষ্টা করছে বিবাদীগন। এমন সময় নিলু আক্তার দৃশ্যটি ভিডিও করে। এতে বিবাদীগণ দেখে ফেললে নিলু আক্তার এর কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে বিবাদীগন নিলু আক্তার কে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় উড়না পেচিয়ে হত্যার চেষ্টা করেন বলে থানার অভিযোগ সুএে জানায় যায়।