নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধি
তারিখঃ ২৪ জানুয়ারি ২০২৪ ইং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অপারেশনের মাধ্যমে নওগাঁ জেলা স্টেডিয়াম এর সামনে হতে ০১ জন আসামীসহ ০৮ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথরের সাদৃশ্য (বিষ্ণু মূর্তি) আটক প্রসংগে
অদ্য ২৪ মার্চ ২০২৪ তারিখ আনুমানিক ১৩১৫ ঘটিকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল নওগাঁ জেলার সদর উপজেলার স্টেডিয়াম এর সামনে অভিযান পরিচালনা করে। উক্ত সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারী পালানোর চেষ্টা করলে টহল সদস্যরা মোঃ মহাসিন মুল্লিক (৪০), পিতা-মৃত সোলাইমান মুল্লিক, গ্রাম-সৌলিয়া, পোস্ট-শফিকপুর, থানা-রানীনগর, জেলা-নওগাঁকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত আসামীর নিকট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের সাদৃশ্য (বিষ্ণু মূর্তি) ০১টি, মোটর সাইকেল-০১টি, মোবাইল ফোন-০২টি এবং নগদ বাংলাদেশী ১৩,৫১০/- টাকা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য (কষ্টি পাথরের সাদৃশ্য (বিষ্ণু মূর্তি)-৪,১০,০০০/- + মোটর সাইকেল-২,০০,০০০/- + মোবাইল ফোন-২১,০০০/- + বাংলাদেশী নগদ-১৩,৫১০/- টাকা) সর্বমোট=৬,৪৪,৫১০/- (ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত দশ)।