সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাতিয়ায় এতিম অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মো: হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ‘মরহুম জিয়াউল হক ফাউন্ডেশনের’ উদ্যোগে এতিম অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা ৩নং ওয়ার্ডে একশত ত্রিশ জন এতিম অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রীর প্রতিটি পরিবারকে সেমাই, সুজি, দুধ, চিনি, কিছমিছ ও প্রয়োজনীয় ঈদ উপকরণ সহ নগদ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম জিয়াউল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাসেম, স্থানীয় হাফেজ আব্দুল জলিল, আলী আকবর, মাও: কাউছার, মো: সাদ্দাম হোসেন রাজু প্রমূখ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাসেম জানান, মরহুম জিয়াউল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম ভূইয়া পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ, গভীর নলকুপ স্থাপন, অসহায় মানুষের ঘর নির্মান, এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।