সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চট্টগ্রাম নগরীতে রাতের বেলা জানালার রড কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও শাড়ি কাপড় চুরি, গ্রেফতার ০১, ০৬ ভরি ০৬ আনা স্বর্ণ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি,

রাতের বেলা জানালার রড কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও শাড়ি কাপড় চুরি, গ্রেফতার ০১, ০৬ ভরি ০৬ আনা স্বর্ণ উদ্ধার

৩। ঘটনার তারিখ ও সময়ঃ ইং ০৮/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.১০ ঘটিকা হইতে ইং ০৯/০২/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময়।

৪। ঘটনাস্থলঃ কোতোয়ালী থানাধীন জলিলগঞ্জস্থ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিং এর ৭ম তলার বাসায় ভিতর।

৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ইং ০৮/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.১০ ঘটিকা হইতে ইং ০৯/০২/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময় কোতোয়ালী থানাধীন জলিলগঞ্জস্থ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিং এর ৭ম তলার বাসার জানালার রড কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার ভিতরে থাকা আলমারি ভেঙ্গে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১,৩৭,০০০/-টাকা সহ ১,৫০,০০০/-টাকার শাড়ী ও বিভিন্ন কাপড় চুরি করে নিয়ে যায়।

৬। উদ্ধারঃ ০৪ ভরি ওজনের গলানো স্বর্ণের টুকরা ও ০২ ভরি ০৬ আনা ওজনের স্বর্ণালংকার।

৭। আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ মোঃ বাবলু প্রকাশ বাবলু (৩০) পিতা-মৃত নাদু মিয়া, মাতা-সাফিয়া বেগম, স্ত্রী-রিতা বেগম, সাং-হাজির পুল, নাদু মিয়ার বাড়ি, থানা-সোনাগাজী, জেলা-নোয়াখালী, বর্তমান সাং-গোরানখাইন, আবুল খায়েরের বাড়ি, ফকিরা মসজিদ বাজার, পোঃ-জিরি, কুসুমপুরা ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
৮। গ্রেফতারঃ ০১ জন।

৯। গৃহীত ব্যবস্থাঃ উক্ত ঘটনায় জনৈক মাদল কান্তি মল্লিক অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানার মামলা নং-২২, তাং-১০/০২/২০২৪ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ করতঃ মামলার তদন্তভার এসআই/বাবলু কুমার পাল এর উপর অপর্ণ করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তভার গ্রহণ করে গুপ্তচর নিয়োগ করে। গুপ্তচরের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ নূরুল বাশার স্যারের নেতৃত্বে মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ বাবলু প্রকাশ বাবলু (৩০) কে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন জিরি ফকিরা মসজিদ বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে এবং তাহার সঙ্গীয় মোঃ শাহীন (২৬) সহ দুইজনে মিলে অত্র মামলার ঘটনার তারিখ ও সময়ে বাদীর বাসার রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে এবং বাসার আলমারি হতে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করার কথা স্বীকার করে। মোঃ শাহীন বর্তমানে সিএমপির সদরঘাট থানার চুরি মামলায় গ্রেফতার আছে বলিয়া জানায়। আরও জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাবলু প্রকাশ বাবলু জানায় যে, সে চোরাই স্বর্ণালংকারের বিভিন্ন জুয়েলার্স দোকানে বিক্রয় করেছে। অতঃপর আসামী মোঃ বাবলু প্রকাশ বাবলুর দেয়া তথ্য ও দেখানো মতে চোরাইকৃত স্বর্ণালংকারের মধ্যে ০৬ ভরি ০৬ আনা স্বর্ণ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীর চোরাই যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা এবং মামলার তদন্ত অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় চুরির অপরাধে ০৫টি মামলা আছে।