মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

গোমস্তাপুরে কিশোর ভ্যানচালক হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলার পর সন্দেহভাজন ২ জন আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান (৩২) ও উদয় নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এ সময় কিশোর ভ্যানচালক অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে কিশোর ভ্যানচালক পারভেজ ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।
কিশোর ভ্যানচালককে হত্যা করে তার মরদেহ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়ার আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে পাঁকা রাস্তা সংলগ্ন স্থানে ফেলে রাখে।
এ ঘটনায় নিহতের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ৩ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।