সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এস এসসি ২০০৫ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এস এসসি ২০০৫ ব্যাচের

আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ৫ এপ্রিল শুক্রবার বিকেলে স্কুল মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে  অতিথি

ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ শরীফ আজাদ, শিক্ষক এটিএম তোহা, শিক্ষক মোহাম্মদ আবু সিদ্দিক।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন, ইফতেখার,জাহেদ, নজরুল প্রমুখ।

এতে বক্তারা বলেন আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০০৫ এর প্রাক্তন শিক্ষার্থীরা সবাইকে নিয়ে যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রধান সহ নানান পরিকল্পনা নিয়ে কাজ করার যে উদ্যোগ হাতে নিচ্ছে এতে সকলকে একযোগে কাজ করতে হবে।

করে প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মোরশেদুল আলমকে আহ্বায়ক মোঃ আলাউদ্দিনকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এসএসসি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন করা হয়।